স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হেরোইনসহ একাধিক মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন (৩৭) ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া দক্ষিনপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের তিনমাথা মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তিনটি পোটলায় ৬ গ্রাম হেরোইন সহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের বিরুদ্ধে আরো ৪টি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।