বগুড়ার বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ার বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল (৭১) ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ আহমেদ অটল বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) প্রতিষ্ঠাকালে দৈনিক করতোয়ার ইউনিট চিফ ছিলেন। বগুড়ার জনপ্রিয় দৈনিক করতোয়র চীফ রিপোর্টার হিসেবে তিনি ঢাকা অফিসেও কর্মরত ছিলেন। সৈয়দ আহমেদ অটল জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, বাংলাদেশ প্রতিদিন এর উপ সম্পাদক কবি মাহমুদ হাসান, আওয়াামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, উপদেষ্ঠা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।