ধুনটে নারী দিবসে সেলাই মেশিন বিতরণ
বগুড়ার ধুনটে আন্তর্জাতিক নারী দিবসে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মেডিকেলে চান্স পাওয়া তিন যমজ ভাইয়ের রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি সৈকত হাসান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, এমপি পত্নী শিল্পী রহমান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, মাসুদ রানা, তোজাম্মেল হক প্রমূখ।