ধুনটে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় প্রতিবেশি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক বিধবা নারীকে (৩৪) ধর্ষণের চেষ্টা মামলায় বাবু (৩৮) নামে এক প্রতিবেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) গ্রেফতারকৃত আসামীকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত বাবু (৩৮) ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত মহাতাবের ছেলে।

মামলাসূত্রে জানাগেছে, বেড়েরবাড়ি উত্তরপাড়া এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ে দুই বছর আগে স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে বসবাস করে অসছে। এই সুযোগে বিধবা ওই নারীকে প্রায়ই অনৈতিক প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল প্রতিবেশি যুবক বাবু। গত ৭ মার্চ রাত ১১টার দিকে মেয়েটির বাড়িতে কেউ না থাকায় বাবু তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে থাকে। এসময় তার চিৎকারে প্রতিবেশি এগিয়ে আসলে বাবু কৌশলে পালিয়ে যায়। এঘটনায় শুক্রবার ওই বিধবা নারী বাদী হয়ে বাবুকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।