স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চাঁনদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-যোগদানকৃত প্রধান শিক্ষক এমরুল কায়েস খানকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। রবিবার বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে প্রধান শিক্ষকের বরণ উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বগুড়া জজ কোর্টের আইনজীবি রেজানূর ইসলাম খান, নব-যোগদানকৃত প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হাসান মনছুর, সহকারী শিক্ষক জোবায়ের আল মাহমুদ সবুজ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিবৃন্দ।
উল্লেখ্য, এমরুল কায়েস খান ২০০৩ সালে নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরিতে যোগদান করেন। এরপর ২০০৫ সালে সরাসরি প্রধান শিক্ষক পদে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। ২০০৬ সালে পিন্ডারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১১ সালে বিশ^হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
প্রধান শিক্ষক এমরুল কায়েসের মেধা ও নিরলস পরিশ্রমে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিন বার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বিশ^হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পারীক্ষাতেও মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে এই সরকারি বিদ্যালয়টি। এছাড়া জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতাতেও ২০১৬ ও ২০২৩ সালে বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান এবং ২০২৪ সালে জাতীয় পর্যায়েও উত্তীর্ণ হয় ইউনিয়ন পর্যায়ের এই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নব-যোগদানকৃত প্রধান শিক্ষক এমরুল কায়েস খান বলেন, বিগত দিনেও যেভাবে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখেছি, তেমনি আগামীতেও নতুন কর্মস্থলের শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে পরিশ্রম করে যাব।