আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে কাজিপুর উপজেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব কাজিপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি কাজিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।
সভায় আরো বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধক্ষ্য মোঃ রেজাউল করিম রাঙা, সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ক্যাব কাজিপুরের উপদেষ্টা পরিমল কুমার তরফদার।
কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কাজিপুর পৌর বনিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম মজনু, ব্যবসায়ী আব্দুল হালিম, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জা, ক্যাবের সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল তালুকদার, অর্থ সম্পাদক একরামুল হক সহ অন্যান্য সদস্য বৃন্দ।