স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ২৫০ গ্রাম গাঁজাসহ ওবায়দুল ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃত আসামীকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ওবায়দুল ফকির ধুনট সদর ইউনিয়নের পাকুরীহাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
ধুনট থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুড়িহাটা গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা সহ ওবায়দুল ফকির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।