কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে ৩০৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি সহ মদ তৈরীর কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মাসুদ রানা (৩৫) ওই গ্রামের মৃত সাহা আলীর ছেলে।
কাজিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, মাসুদ রানার বাড়ি থেকে ৩০৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম গ্যাস সিলিন্ডার, মদ রাখা পাতিল, ডিজিটাল মাপযন্ত্র ও মদ রাখা ড্রাম উদ্ধার করা হয়েছে।