স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাইকার অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছীর সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন প্রমূখ।