স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক কেজি গাঁজা সহ শহীদ মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) ভোর রাতে কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ মিয়া ওই গ্রামের মৃত এফাজ উদ্দিনের ছেলে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, শহীদ মিয়া তার নিজ ঘরে মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য মজুদ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।