স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ প্রমূখ।