স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সৈকত খান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৭ মার্চ) গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সৈকত খান কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চরবাবুনের চর এলাকার মৃত জহুরুল হক খানের ছেলে।
ধুনট থানার এসআই আব্দুল মতিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বানিয়াগাঁতি গ্রামে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধেরুয়াহাটি গ্রামে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।