আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে বিপুল পরিমান দেশীয় চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সোনামুখী ইউনিয়নের সোনামুখী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারা খাতুন (৫২) ওই এলাকার আফছার আলীর স্ত্রী।
কাজিপুর থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৪১০ লিটার দেশীয় চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।