স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, আ’লীগ নেতা মোজাফফর রহমান, বাহাদুর আলী, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, আলী আজগর মান্নান প্রমূখ।