সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ৬২টি মসজিদের ১২৪জন ইমাম ও মুয়াজ্জিন এবং মুসল্লিদের মাঝে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, পৌর কাউন্সিলর আবু সাঈদ, রুহুল আমিন সরকার, রবিউল ইসলাম, আব্দুল মোমিন, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, পৌর প্রকৌশলী রাশেদ হাসেম, পৌর কর্মকর্তা বদিউজ্জামান, আনোয়ার হোসেন, শ্রী শ্যামল, মাওঃ আলমগীর হোসেন, বেলাল হোসেন, ওসমান গণি প্রমুখ।
হাদিয়া বিতরণের পূর্বে নবাগত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক পৌর কার্যালয়ে এলে পৌরসভা কর্তৃপক্ষ থাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি পৌরসভা চত্বরে তার নির্বাচনী প্রতীক নারিকেল গাছ রোপন করেন।