স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় অসহায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিজ ধুনট ব্রাঞ্চ অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।
বিজ (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) এর উপ-সহকারী পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, বিজ এর সাব জোনাল ম্যানেজার, মনোয়ার হোসেন, ডেপুটি পোগ্রাম ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, ম্যানেজার আনোয়ার জাহিদ, ধুনট শাখা ব্যবস্থাপক সোহেল রানা, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান প্রমূখ।