স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের আহবায়ক শামিম খান, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির তালুকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, সাইদুজ্জামান নোমান, বিল্পব হাসান, রকি, জুয়েল প্রমূখ।