স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নিমগাছী ইউনিয়নের বেড়েরবোড়ি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল আলিমের পরিবারকে সরকারিভাবে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ২৬ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সুজাউদৌলা রিপন, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ, উপজেলা আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার রাতে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবোড়ি পশ্চিমপাড়া এলাকার কৃষক আব্দুল আলিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি, গবাদি পশু, নগদ টাকা ও আসবাবপত্র আগুনে পুড়ে নিস্ব হয়ে যায় আব্দুল আলিমের পরিবার। সংবাদ পেয়ে সরকারিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধুনট উপজেলা প্রশাসন।