স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের শাড়ি পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ২০০ জন দুস্থ নারী। রবিবার সকাল ১১টায় ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার প্রদান করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এছাড়াও ধুনট উপজেলার ৬৫টি মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন তিনি।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এমপি পত্নী শিল্পী রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোজাফফর রহমান, কুদরত-ই খুদা জুয়েল, বাহাদুর আলী, আব্দুর রাজ্জাক, আলেফ বাদশাহ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ দলীয় নেতৃবন্দ।