স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বাংলাদেশ ক্লীন গ্রীন গরীব ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ৩০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) ক্লীন গ্রীন বাংলাদেশ এর বগুড়া ইউনিটের পক্ষ থেকে ধুনট সদর ও বেলকুচি সহ তিনটি গ্রামের দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহার হিসেবে ছিল পোলাওয়ের চাউল, লাচ্চা সেমাই, সয়াবিন তেল, আটা ও চিনি।
ক্লীন গ্রীন বাংলাদেশ এর বগুড়া ইউনিটের প্রধান সমন্বয়ক মোছাঃ ফৌজিয়া হক বীথি এবং সদস্য হাসান মাহমুদ নয়ন এসব ঈদ উপহার বিতরণ করেন।