ধুনটের একটি গ্রামে ঈদের নামাজ আদায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ দেশের কয়েকটি স্থানের সাথে মিল রেখে গতবারের ন্যায় এবারও বগুড়ার ধুনটে ঈদের নামাজ আদায় করেছে একটি গ্রামের মুসল্লিরা।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামে জেল হোসেন নামের এক কৃষকের বাড়ির উঠানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আহলে হাদিস অনুসারী মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে নারী-পুরুষসহ আশেপাশের কয়েক গ্রামের প্রায় অর্ধশত মুসল্লি ঈদের জামাতে অংশ গ্রহন করেন।

জেল হোসেন জানান, গত বছরেও আমরা ঈদের নামাজ আদায় করেছি। তবে গত বছরের তুলনায় এবার মুসল্লির সংখ্যা বেড়েছে।

মাওলানা লুৎফর রহমান জানান, আহলে হাদিস অনুযায়ি আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থেকেছি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। আমরা অন্যান্য দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছি।

মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ উদযাপিত হচ্ছে। সে হিসেবে আমরাও ঈদ উদযাপন করছি। প্রতি বছরই আত্মীয় স্বজনদের নিয়ে এভাবেই ঈদ উদযাপন করা হবে।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিরা বাড়ি চলে গেছেন।