ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বার্মিজ চাকু সহ একাধিক মামলার আসামী মিনু মিয়া মুন্না (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ভান্ডারবাড়ি বাজারের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মিনু মিয়া মুন্না ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভান্ডারবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, শনিবার রাতে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভান্ডারবাড়ি বাজারের পাকা রাস্তার উপর এক ব্যক্তি ধারালো চাকু নিয়ে সন্দেভাজনভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী মিনু মিয়া ওরফে মুন্নার বিরুদ্ধে কাশিমপুর ও ধুনট থানায় মাদক ও নাশকতার আরো ৩টি মামলা রয়েছে।