ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমূখ।