আব্দুস সালাম জয়, ঝিনাইদহ প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্রজমা দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, রবিবার শেষ দিনে বিকাল চারটা পর্যন্ত ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়াররম্যান পদে ২ জন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: রাশেদ শমসের, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর রহমান।
পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিতা, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের উলামা শাখার সভাপতি মাওলানা আলিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির কালিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ও যুবমৈত্রি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি বিপ্লব বিষ্ণু ও ব্যবসায়ী আওয়ামীলীগ সমর্থক সঞ্জয় কুমার।
এছাড়াও মহিলা ভাইস চেয়াররম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত শাহানাজ পারভীন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত তিথি রানী ভদ্র।
উল্লেখ্য, আগামী ৮মে কালীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।