স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড ১৪-১৮৪৯) তল্লাশী চালিয়ে মাদক সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন পূর্ব সিন্দুনা গ্রামের আব্দুল কাদের ছেলে নজরুল ইসলাম খান (৩০) ও নীলফামারী জেলার ডিমলা থানাধীন ছোট খাতা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।
র্যাব-১২, বগুড়া সিপিএসসি এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ট্রাকে তল্লাশী চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২২ কেজি গাঁজা উদ্ধার সহ ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।