স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, জেলা আ’লীগের সদস্য মোজাফফর রহমান, ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবন, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা প্রমূখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।