ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বানিজান স্পারে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে এক নবদম্পতি। এঘটনায় শিলা নামে এক নারী বাদী হয়ে ৫ যুবকের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, গত বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে স্বামী আশিককে নিয়ে ধুনট উপজেলার বানিজান স্পারে ঘুরতে যান শিলা নামের ওই নারী। এসময় ৫ যুবক তাদেরকে উত্যাক্ত করতে থাকে। এরই প্রতিবাদ করায় ওই বখাটে যুবকেরা শিলার গলা ও হাত থেকে থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে শিমুলবাড়ি গ্রামের মোন্নাত আলীর ছেলে আব্দুল হালিম সহ ৫ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।