ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিককে আগামী উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের লক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে শ্রমিকলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে ধুনট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন ধুনট পৌর শ্রমিকলীগের সভাপতি ফরহাদ হোসেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, চৌকিবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক সিরাজ মন্ডল, শ্রমিকলীগ নেতা মাজেদুল ইসলাম, চাঁন মিয়া শেখ, রাসেল মাহমুদ প্রমূখ।