ধুনট (বগুড়া) প্রতিনিধি: -অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ অফিসার (অতি:) রাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার নাছরীন পারভীন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার বিশ^জিৎ কর্মকার, সরলা রানী, উপ-সহকারী সম্প্রসারণ অফিসার সাহেদুল ইসলাম, রাকিব হাসান, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।