ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুস সালামকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের রূপালী ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই যুবলীগ নেতা বাদী হয়ে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যুবলীগ নেতা আব্দুস সালাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি। একারনে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে ছাত্রলীগ নেতা আশিকের নেতৃত্বে ৫/৬ জন যুবক প্রকাশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে মারধরে আহত করে চলে যায়।
এঘটনায় গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের আইনুল হক ব্যাপারীর ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক (২৩), একই গ্রামের আলী আজগরের ছেলে সাব্বির (২০), নজরুল ইসলামের ছেলে সাগর (১৯), মাফু কালামের ছেলে সজিব সহ ৭ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ওই যুবলীগ নেতা।
তবে এবিষয়ে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক ঘটনার সত্যতা অস্বীকার করে জানায়, তাকে কোন হামলা করা হয়নি।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।