ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জুলফিকার আলী মাস্টার (৭০) নামে এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ধুনট থানার সামনের একটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী মাস্টার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১০টার দিকে জুলফিকার আলী বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ধুনট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুনট থানার সামনের একটি মোড়ে পৌঁছালে হঠাৎ করেই তিনি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে বগুড়ায় রেফার্ড করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।