ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ বাবর আলী (৬৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোর রাতে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চাপড়া দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবর আলী ওই গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
এবিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গ্রেপ্তারকৃত আসামী তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবর আলীকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।