ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মইদুল ইসলাম হিরুকে তিন বছরের সাজা প্রদান করেছেন বিজ্ঞ আদালত। বুধবার গ্রেফতারকৃত ওই ছাত্রদল নেতাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মইদুল ইসলাম হিরু ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে।
এবিষয়ে ধুনট থানার এএসআই আব্দুল কুদ্দুস জানান, মইদুল ইসলাম হিরুর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানার দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে তিন বছরের সাজা প্রদান করেন। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।