ধুনটে গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান। - অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।

সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফী, ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার রজব আলী, ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সাধারণ কেয়ারটেকার আব্দুর রহমান, মিল্টন আজিজ, আবু সাইদ প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সমাজসেবা কর্মকর্তাকে উপহার প্রদান করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।