ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি সৈকত হাসান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, উপজেলা ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নরুন্নবী তারিক, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন প্রমূখ। এরআগে এই সভাকক্ষে জাতীয় পুষ্ঠি সপ্তাহ, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।