ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে নাশকতা মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে আল আমিন (৪২) নামে এক ছাত্র শিবিরের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি সৈকত হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আল আমিন (৪২) ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ^রঘাট এলাকার ফরহাদ আলী তরফদারের ছেলে এবং তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ছাত্র শিবিরের নেতা আল আমিনের বিরুদ্ধে ২০১৩ সালে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।