ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধুনট উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ নেতা সুইট হোসেন নুরু, এ্যাড. এনামুল হক, চিকাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহীনুর আলম সরকার, সাধারণ সম্পাদক রুবেল ফকির, এলাঙ্গী ইউপির সাধারণ সম্পাদক জামিল আলম মিন্টু, ভান্ডারবাড়ি ইউপির সভাপতি ইসমাইল হোসেন, গোসাইবাড়ী ইউপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রাব্বি সরকার, পৌর কৃষকলীগের আহবায়ক মারুফ সরকার, কৃষকলীগ নেতা লুলু সরকার, আব্দুল খালেক, আহসান হাবিব।