ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল খালেক প্রামানিক ধুনট সদরপাড়া এলাকার মৃত কান্টু প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে আব্দুল খালেক প্রামানিক গোসাইবাড়ি সড়কের ধুনট সদরপাড়া এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় ধুনটগামী একটি ব্যাটারী চালিত অটোভ্যান ধুনট সদরপাড়া মোড়ে টার্নিং নেয়ার সময় উল্টে বৃদ্ধ আব্দুল খালেকের মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।