ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম, পিপিএম)। সোমবার বিকেলে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা, কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর ও ধুনট সদর ইউনিয়নের হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। জনগণই ঠিক করবেন কে জনপ্রতিনিধি হবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিন্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন (শেরপুর সার্কেল), ধুনট থানার ওসি সৈকত হাসান, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, এসআই আব্দুল মতিন, এসআই মোস্তাফিজ আলম, এসআই মিজানুর রহমান প্রমূখ।