ধুনটে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার ধুনট উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান এই ঘোষণা করেন।

জানাগেছে, আগামী ৫ জুন ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন (মোটরসাইকেল), সাবেক উপজেলা চেয়ারম্যান ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক (ঘোড়া) ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি (আনারস)।

এদিকে সোমবার (৩ জুন) ধুনট উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করেন ঘোড়া প্রতীকের প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিক। অপরদিকে একই স্থানে একই সময় মোটরসাইকেল প্রতীকের পক্ষে সমাবেশ ডাকেন আব্দুল হাই খোকন। একারনে সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, একই স্থানে একই সময় দুই প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।