কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অঞ্জনাকে স্থায়ী বহিষ্কার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অঞ্জনাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক অঞ্জনা সাপ্তাহিক অপরাধ সংবাদ ও নিউজ অলবাংলা পত্রিকার অনলাইন পত্রিকার প্রতিনিধি।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়ে সাধারন মানুষের কাছে কাজিপুর প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এসব বিষয়ে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে পেশাজীবি সাংবাদিকদের কাছে লিখিত ও মৌলিক অভিযোগও দায়ের করেছেন।

এই বিষয়টি কাজিপুর উপজেলা প্রেসক্লাব তদন্ত করে সত্যতা পেয়েছেন। পরবর্তীতে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বার বার মৌখিক ও লিখিত নোটিশ প্রদান করা হলেও তিনি কোন জবাব দেননি। একারনের প্রেসক্লাবের সাংবাদিক সর্বসম্মতিক্রমে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।