বগুড়ার ধুনট উপজেলা চেয়ারম্যান সনি, ভাইস চেয়ারম্যান রিপন ও সুলতানা নির্বাচিত

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৪০ হাজার ৬০ ভোট পেয়ে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৬২ ভোট। এছাড়া অপর প্রার্থী বতর্মান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন মোটরসাইকেলে প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫৫ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ৪৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রদিদ্বন্দ্বি ধুনট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৭৬ ভোট। এছাড়া অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা অমৃত কুমার লিটন মাইক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৮ ভোট।

তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান সেলাই মেশিন প্রতীকে ৩১ হাজার ৬৯৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেবেকা সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭০৩ ভোট। এছাড়া অপর প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীল নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৭৬ ভোট, ধুনট উপজেলা যুব মহিলালীগের সভাপতি সীমা আকতার প্রজাপতি প্রতীকে ১১ হাজার ৪৮৮ ভোট এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা কলস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪২৪ ভোট।

এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আসিফ ইকবাল সনি, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন রিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা জাহান নির্বাচিত হয়েছেন।