ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পারভেজ হোসেন। শুক্রবার (৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা পারভেজ হোসেন উল্লেখ করেন, পারিবারিক সমস্যার কারনে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে পরাজিত হওয়ায় তিনি ক্ষোভে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।