ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় ধুনট মডেল প্রেসক্লাব ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে কেক কর্তন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
যায়াযায়দিন ফ্রেন্ডস ফোরাম ধুনট শাখার সদস্য সচিব ও ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক এসএম ফজলে রাব্বি শুভ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন খান, সেলিম রেজা, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল রানা, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাওন ইসলাম সুমন, সদস্য শাহ আলম জীবন, অনুসন্ধানবার্তার সহকারী সম্পাদক ফিজু আকতার, ফটোগ্রাফার রুস্তম আলী বিদ্যুৎ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য নিয়ামুল হাসান লিমন, মিজানুর রহমান, রঞ্জু আহমেদ প্রমূখ।