ধুনটে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এলাঙ্গী-নলডাঙ্গা পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া খাতুন নলডাঙ্গা গ্রামের বাবলু প্রামানিকের মেয়ে।

স্থানীয়সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু মারিয়া খাতুন বাড়ির পাশে পাকা রাস্তার উপর খেলাধুলা করছিল। এসময় এলাঙ্গী বাজার থেকে যাত্রীবাহি একটি অটোরিকশা ধুনট বাজারে যাওয়ার পথে শিশু মারিয়াকে ধাক্কা দেয়। পরে তার স্বজনেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করা হয়। কিন্তু পথিমধ্যেই শিশু মারিয়ার মৃত্যু হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।