ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দিবসটি পালন উপলক্ষে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির নেতৃত্বে পৃথক দুটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন, আ’লীগ নেতা কুদরত-ই খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, তোজাম্মেল হক, সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।
অপরদিকে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির নেতৃত্বে পৃথক শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রেজাউল করিম রেজা, গোলাম সোবাহান, আফসার আলী, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জহুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুহিত চাঁন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর প্রমূখ।