ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে ও ধুনট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌর মেয়র এজিএম বাদশাহ, শিক্ষা অফিসার ফজলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক উজ্বল কুমার প্রমূখ।