ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খানের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও উপজেলা পরিষদের প্রথম মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।