ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আসিফ ইকবাল সনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে চেয়ারম্যান কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেজেডি ফ্রেন্ডস ফোরাম ধুনট শাখার উপদেষ্টা ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনি বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম হবে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সেবামূলক। ফ্রেন্ডস ফোরামের সদস্যরা যাতে সৃজনশীল কর্মকান্ডের মধ্যদিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আগামীতে ফ্রেন্ডস ফোরামের সকল সৃজনশীল কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেজেডি ফ্রেন্ডস ফোরাম ধুনট শাখার সদস্য সচিব ও ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বি শুভ, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সাংবাদিক রবিউল হাসান, রিহানুল হক রিকো, সৌরভ হাসান, রঞ্জু আহমেদ, রুস্তম আলী বিদ্যুৎ প্রমূখ।