ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ২০০ গ্রাম গাঁজা সহ উজ্বল হোসেন মন্ডল ওরফে ভোলা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে তার বাড়িতে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উজ¦ল হোসেন মন্ডল ধুনট উপজেলার নলডাঙ্গা উত্তরপাড়া এলাকার সোহরাব মন্ডলের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত আসামী উজ¦ল হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে এলাঙ্গী ও কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার সকালে সে তার নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।